সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় ডিএসএফ প্রকল্পের ওরিয়েন্টেশন 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় ডিএসএফ প্রকল্পের ওরিয়েন্টেশন 

রংপুরের কাউনিয়ায় গরিব ও দুস্থ মহিলাদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা গ্রহণের চাহিদা বাড়িয়ে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে উপজেলা মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম (ডিএসএফ) প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার হারাগাছ ইউপি হলরুমে ডিএসএফের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

 হারাগাছ ইউপির প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন-লোকাল রিসোর্স পারসন ও দিনাজপুরের বিরল ইউএইচআরএফপিও ডা. আব্দুল মোকাদ্দেস।

এ সময় উপস্থিত ছিলেন লোকাল রিসোর্স পারসন আরএমও শাহেদ সাব্বির আহম্মেদ, ইউপি সচিব মোস্তাক আহমেদ ইউপি সদস্য আব্দুল গফুর, মনিরুজ্জামান মনির, শিক্ষক, ইমাম ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম (ডিএসএফ) প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা বাড়িয়ে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে আগামী মাস হতে উপজেলার ছয়টি ইউনিয়নে ডিএসএফ কাজ করে যাবে।

টিএইচ